আজ থেকে বন্ধ হউক তবে প্রনয়ের পালা,
খুলে বলতে পারো সব, যা করেছো গোপন।
ভালোবাসার সত্য-বোধ যদি না আসে মনে,
তুলে রাখো তোমার মিছে প্রেমের প্রহসন।

তুমি যদি যেতে চাও, যেতে পারো চলে,
তিক্ততায় সিক্ত মনে খুঁজবো না শান্তনা।
মানিয়ে নিতে পারবো বেশ তোমাকে ছাড়া,
আগেও কোনোদিন তুমি আমার ছিলে না।

সুখের স্মৃতি মিশুক না হয় দুঃখের গভীরে,
তোমার তো নেই কোনো হারাবার দায়।
আলো দেখে যদি উড়ে বোকা প্রজাপতি,
অন্তহীন বেদনা অনল তাকেই পোড়ায়।

দিনে দিনে ভাঁজে ভাঁজে জমেছে যে খেদ,
হৃদয়ের লেনদেনে মন্দ ঋণের পাহাড়,
জমুক আরো বেশী, ক্ষতি নেই কোনো,
দুই পথ এক মনে হয় হবে না আবার।

ঢাকা-০৫/১২/২০২২