একবার ডাক দিয়ে দেখ,
ছায়াপথের দূরতম গ্রহ হতে,
ছুটে আসবো, তোমার প্রেমে পড়তে।

একবার ডাক দিয়ে দেখ,
আলোর চেয়ে লক্ষ গুণ বেগে,
ছুটে আসবো, চোখে চোখ রাখতে।

একবার ডাক দিয়ে দেখ,
মহাবিশ্বের সকল ভালোবাসা হাতে,
ছুটে আসবো, তোমার হৃদয়ের চৌকাঠে।

একবার ডাক দিয়ে দেখ,
পৃথিবীর সব লাল গোলাপ দিয়ে,
প্রণয়ের গল্প লিখবো তোমার হৃদয়ে।

একবার, শুধু একবার!
ডেকে দেখো আমায়।
ডেকে দেখো আমায়,
নাম ধরে কিংবা ইশারায়।
স্বর্গ মর্ত্য একাকার করে,
সকল বোধ ভেংগে চূড়ে,
চলে আসবো, তোমার বন্ধ দুয়ারে।
টানিয়ে দিব ভালোবাসার লাল নিশান,
তোমার সংযত হৃদয়ের প্রান্তরে।
সমস্ত মহাজগত কে জানিয়ে দিব,
রঙ বে-রঙের বিজ্ঞাপন দিয়ে,
আমি পড়েছি তোমার প্রেমে।

(ঢাকা-১৪-০২_২০২২)