রোজা শেষে সন্ধ্যা বেলায়,
উঠলো নতুন চাঁদ।
খোকা খুকির ছোটা ছুটি
ভাংগলো খুশির বাঁধ।

রাত পোহালেই মজার ঈদ
হরেক রকম খানা,
রঙ বেরংগের আলতা চুড়ি,
নতুন জুতো জামা।

মেহেদী বাটা চুলের কাটা
চিকন পাড়ের শাড়ী,
সবাই মিলে সাজলে পরে
দেখতে হবে ভারি।

সকাল বেলা গোসল সেরে,
যাবো ঈদগা মাঠে,
ফিরে এসে ফিরনি সেমাই
খাবো মায়ের হাতে।

সালাম করে পয়সা নিয়ে
ঘুরতে যাবো মেলায়,
সারাটা দিন কাটিয়ে দিব
আনন্দ আর খেলায়।

(ঢাকা- ২৫/০৪/২০২২)