আর কত রক্তপাত, স্বৈরাচারীর দাপট?
গৃহবন্দী বিবেকের বাকরুদ্ধ চিৎকার,
পাশবিক লোভে পুড়ে বাংলার জনপদ।

শকুন হায়নার দল মাতে বর্বর উল্লাসে,
লাল সবুজ জমিনের শোকাচ্ছন্ন গ্রামের,
নিকানো উঠোন ভরে অগুনতি লাশে।  

তবু দেখ সাফাই গাইছে জালিম কর্তার,  
মিথ্যা বলতে বলতে ফেনা উঠে মুখে,
চেতনার উচ্ছিষ্টভোগী পোষা বক্তার।  

তাদের চোখে, বিবেকে, একপেশে  ফিল্টার,
দেখেনা কচি প্রাণ পড়ে আছে পথে,
বিদীর্ণ বুকে নিয়ে কার্তুজের পাহাড়।  

বাংলাদেশে! এ কি দূর্ভাগ্য না অভিশাপ,
শাসকের আচকানের নিচে শ্বাপদের বাস,
সাধারণ মানুষ পায় না স্বাধীনতার স্বাদ?

আর তোমরা কাপুরুষরা ব্যস্ত প্রার্থনায়!
সংগ্রামের ইতিহাস ভুলে গেলে সবাই!  
ভাবছো ঈশ্বর লড়ে দিবে তোমার লড়াই?

জুলাই ২৭, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা