ভুলতে চাই,
তবু মনে পড়ছো খুব বেশী,
তুমি কি জানো না?
তুমিই আমার কবিতার শক্তি!
বাঁধতে চাই,
বাঁধন কাটে অদৃশ্য ঘুনপোকা,
তুমি তো জানো,
তুমি ছাড়া জনারণ্যেও আমি একা।
ভালোবাসতে চাই,
অতলান্তিক গভীরতায় ডুবে থেকে,
তোমার চোখের,
গভীর মায়া সবকিছু ভুলিয়ে রাখে।
লিখতে চাই,
তোমায় নিয়ে একশো কোটি কবিতা,
যতোই নিস্পৃহ থাকো,
আমি জানি তুমি যে বুঝো সবি-ই তা।