অস্থির বিষন্ন সময়ে আনন্দের দ্যোতনা,
তোমার ভাবনা,
অতলান্ত কালের আঁধার হতে স্পর্শ করে,
প্রাণের গভীরে।
বাস্তবতা, এক কুশলী তীরন্দাজের মতো,
শর হানে যত,
এক কোমল হৃদয়ের রমনীর ভালোবাসা,
বাঁচায় সহসা।
দুটো ডানা পেলে আকাশেই বাঁধতাম ঘর,
মেঘের ভিতর,
হ্যালসিয়ন পাখির মতো একত্রে বসবাস,
স্বপ্নে মর্ফিয়াস!
রমণী, তুমি কি হবে আমার অদৃশ্য ডানা?
ভালোবাসা মানা!
তবু একসাথে উড়াউড়ি আকাশের নীলে,
পিছু টান ভুলে।
(জুলাই ২৮, ২০২৩ - ভ্যাংকুভার)