পুবের হাওয়া আনলো বয়ে,
হাসনা হেনার ঘ্রাণ,
রাত দুপুরে কিসের লাগি,
আকুল হলো প্রাণ।
বৃষ্টি কোথাও হচ্ছে বুঝি,
ভেজা ভেজা হাওয়া,
জানলা পাশে একলা বসে,
জলের স্পর্শ নেয়া।
ফুলের ঘ্রানে মাতাল হলো,
রাত্রি জাগা পাখি,
কিসের ভয়ে আচমকাতে,
উঠলো হঠাৎ ডাকি।
বাসায় তার এলো কে-বা,
বাদল ঝরা রাতে,
ছটফটিয়ে চেয়ে দেখে,
সঙ্গীটি নেই সাথে।
হাসনা হেনা হাসনা হেনা,
একি তোমার ঘ্রাণ?
তোমার ঘ্রাণে বৃষ্টি হয়ে,
ঝরে অভিমান।
তোমার ঘ্রানে দুঃখ আনে,
বিরহিণীর মনে,
ভেঙ্গে পড়ে আশার বাঁধ,
নোনা জলের বানে।
(০৮.০৮.২০২১, ঢাকা)