তোর জন্যেই মন খারাপ,
তোর জন্যেই মন ভালো,
তোর হাসিতেই যায় টুটে,
জমে থাকা ব্যাথা গুলো।
তোর মৌনতায় মরি আমি,
শুনতে কথা ব্যাকুল থাকি।
চোখের আড়াল হলেই তুই,
বুকের ভেতর কান্না চাপি।
মিছে কোনো অভিমানে
আমায় যখন বুঝিস ভুল,
রাগে ক্ষোভে ইচ্ছে করে
ছিঁড়তে থাকি মাথার চুল।
কি হবে তা ভাববো পরে
মন দিয়েছি তোর কাছে,
পাইনা তোকে আগের মতো
কোথায় যেন সুর কেটেছে।
নরম সুরে আলতো গলায়
বলে যাস তুই কত কিছু,
কথার পিঠে কথা বলি
বিশ্বাস নেই তোর এতোটুকু।
আমিও জানি মিথ্যে বলছিস
ভালোবাসার কসম কেটে,
মিথ্যেগুলো ও সত্যি লাগে,
দারুণ মানায় তোর ঠোঁটে।