কটমটিয়ে চোখ রাঙিয়ে
বললি সেদিন মুখের প’রে।
আমি নাকি মিথ্যে বলি,
সত্য লুকাই ইচ্ছে করে।
ডাকলে খেতে দিই না সাড়া,
হরেক রকম টালবাহানা।
বেলা শেষে বলি নাকি
আমায় কেন ডাক দিলি না।
আমায় যে তুই সময় দিস,
সেটাও নাকি ভুলে থাকি।
যখন তখন অভিমানে
কথাও নাকি বন্ধ রাখি।
সত্যিটা আজ বলি তোকে
শুনিস একটু মন দিয়ে।
তোর ভাবনায় বিভোর থাকি,
বাকি সব তো যাই ভুলে।