পকেট ভর্তি আমার খুচরো খুচরো স্বপ্ন,
আড়তদারের গুদামে মজুদ করা চাল।
চাহিদা যোগান ত্বত্ত্বে মেলেনা হিসাব,
ভারসাম্য বিন্দুর যে পাচ্ছি না নাগাল।
আকাশে ছড়িয়ে আছে রৌদ্রের ঘ্রাণ,
বিষাক্ত নি:শ্বাসের সেখানেও হানা।
হায় চিল! ভূমিতে গেড়েছো বসতি,
ভুলে গেছো ছিল যে একজোড়া ডানা?
কার্পেটে মোড়ানো পরিপাটি অন্দর,
বৈভব করে রেখেছো যতনে আড়াল।
নিছিদ্র শয়ন কক্ষে অস্বস্তির হাওয়া,
বের হয়ে গেল না কি থলের বিড়াল?
তোমাদের খাবার টেবিল উপচায় ভাতে,
আমি করি উনপেটে আহারের সন্ধান।
গায়েবী উৎসে তোমার অর্থ আমদানি,
দিনে দিনে কমে আমার স্বপ্নের মূল্যমান।
জুন ২০, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা