আমার দিন, তোমার নিশি,
পথ হিসেবে অনেক বেশি।
নাগাল পাবার অনন্ত চেষ্টা,
দিনে দিনে বাড়ে যে তেষ্টা।
চলতে থাকে সূর্যঘড়ি প্রহর,
ঘুমিয়ে পড়ে কর্মক্লান্ত শহর।
চোখের মাঝে নিদ্রা আসে কি?
বুকের ভেতর রাত্রি পুষে রাখি।
আকাশগঙ্গা নৌকা বেয়ে চলে,
তারার আগুন নিভু নিভু জ্বলে।
প্রেম ছলকায় বুকের গভীরে,
আড়াল রাখি নিশির আঁধারে।