চা'য়ের কাপে আর প্রেম নেই,
মন কষাকষি নিমিষেই।
শাপশাপান্ত সারাবেলা,
সন্ধ্যা হলে সেই ঘরে ফেরা।
তোমার নীলচোখ ঝাপসা হলো,
দেখতে আমার বয়েই গেলো।
চাল ডালের প্রয়োজনে হয় কথা,
পাশাপাশি থেকেও ভীষণ একা।
রোজকার জীবন যাচ্ছে চলে,
সন্তান, ঠিকাবুয়া সবাই মিলে,
কোথাও হয়ে গেছে ছন্দপতন,
ছিড়ে গেছে সুতোটা জন্মের মতন।
সামাজিক প্রদর্শনী তবু চলছে বেশ,
ছিমছাম সাজানো পরিবেশ।
বসার ঘরে রঙিন ফুলদানি,
ভালোবাসা নেই শুধু আমরা জানি।
বিরক্তি চেপে রাখা রাত্রি ভোর,
খিল দিয়ে আটকানো মনের দোর,
জীবনের রেলগাড়ি হেলেদুলে যায়,
সূত্র লেখা থাকে কাবিননামায়।