ছেড়ে যাচ্ছি বসত বাড়ি,
ছেড়ে যাচ্ছি চৌকাঠ।
ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিঘি,
ছেড়ে যাচ্ছি বকুল গাছ।
ছেড়ে যাচ্ছি সকল কিছু,
কষ্ট ভীষণ ছাড়তে।
তোমায় ছাড়ার কষ্টটা যে
পাড়ছি না আর সইতে।
ছেড়ে যাচ্ছি সবুজ ভূমি
ছেড়ে যাচ্ছি ক্ষেতের ধান,
ছেড়ে যাচ্ছি স্নিগ্ধ বিকেল,
ছেড়ে যাচ্ছি বাউল গান।
ছেড়ে যাচ্ছি বুকের পাজর,
কষ্ট ভীষণ ছাড়তে,
যাবার বেলায় কাজল চোখে
পারতে একটু চাইতে।
ছেড়ে যাচ্ছি বাক্স পেটরা
ছেড়ে যাচ্ছি কলমদানি,
ছেড়ে যাচ্ছি ভাবনা চিন্তা
ছেড়ে যাচ্ছি ডাইরিখানি।
ছেড়ে যাচ্ছি আপন জগৎ,
কষ্ট ভীষণ ছাড়তে,
এতটুকুও কি হয়না ইচ্ছে
আমায় ধরে রাখতে।