হঠাৎ তোমার ভাবনা আসে,
ডুবিয়ে দেয়,
ভাসিয়ে নেয়,
নিশান উড়া জলোচ্ছ্বাসে।
হঠাৎ তোমার কাজল নয়ন,
দীঘল চুল,
খোঁপার ফুল,
আমার নামে পাঠায় সমন।
শূন্য কেমন বুকের ভেতর,
যায়না বোঝা,
বৃথাই খোঁজা,
আনাচ কানাচ, অষ্ট প্রহর।
দেখতে ভীষণ ইচ্ছে উঠে,
তাকিয়ে থাকি,
নি:ঘুম আঁখি,
তোমার বাড়ীর লাল কবাটে।
কার খেয়ালে মগ্ন থাকো?
হয়না জানা,
জানতে মানা,
চারপাশে যে দেয়াল রাখো।
আগস্ট ২১, ২০২৩ (ভ্যাংকুউভার, কানাডা)