আস্তিনের হাত গোটায় কালো জাদুকর,
গোপন ফিরিস্তি রাখা জেবের ভিতর।
চোখের পলকে দেখায় আজব কারসাজি,
দড়ি রে সাপ বানায়, সাপ রে বেজী।
হরি নাম, খোদার নাম মিশায় একসাথে,
হিন্দু মোসলমানের দল, খুশি বেবাকতে।
হাটবার চারদিকে মাইনষ্যের জোয়ার,
যাদুর ভূত হইলো তাগো ঘাড়ে সোয়ার।
পাগড়ি থেইক্যা বাইর করে সাদা কবুতর,
হাতের ইশারায় নাচায় পোষা বান্দর।
জ্বিবাহ'র উপর ঘোরায় ক্ষুরধার ছুরি,
চক্ষের নিমিষে খুলে গিট্টা দেয়া দড়ি।
উপস্থিত দর্শক চিল্লায় তুমুল উল্লাসে,
গোফের নিচে যাদুকর মিটমিট হাসে।
ভেল্কিতে সব্বাইর মন থাকে মশগুল,
পকেটমার সেই সুযোগে চালায় আঙ্গুল।
দোকানীরা তাড়া দেয় জলদি আহো ভাই,
সদাইপাতি সাইরা লও সময় বেশি নাই।
যাদুর মায়ায় হারাইওনা হাতের সঞ্চয়,
দিন শেষে পস্তাবা কিন্তু জানিও নিশ্চয়।
কার কথা কে শুনে? কানে সবার তালা,
মিনিট যায়, ঘন্টা যায়, ডুবে যায় বেলা।
আচমকাতে হুশ হয়, না করলাম সদাই,
বোকার মতো যাদুর পিছে ছুটলাম সবাই।
রচনাকালঃ এপ্রিল ১৮, ২০২৪ (ভ্যাংকুভার, কানাডা)