মাথার ভেতর শব্দের খেলা,
বুকের ভেতর তুমি,
ঘুম আসে না রাত জেগে রই,
এ কেমন পাগলামি।
আকাশগঙ্গায় রঙের খেলা,
আলোয় ভরা তারা,
তোমায় ভাবলে মনে আসে,
পাজর ভাংগার ছড়া।
দেখতে তোমায় ইচ্ছে ভীষন,
বুক দেখ যায় পুড়ে,
চেয়ে থাকি তোমার ঘরের
পর্দা যদি উড়ে।
টবের মাঝে সাদা গোলাপ,
পুর্তলিকার কুঁড়ি,
নতুন করে কিনলে বুঝি
শখের দেয়াল ঘড়ি?
পড়ার টেবিল, দামী শো-পিস,
চেয়ে দেখি রোজ,
তুমি থাকো অন্তরালে,
পাইনা কোনো খোঁজ।
ছাদের প'রে, গলির মোড়ে,
অপেক্ষাতে প্রহর,
তোমায় দেখার তৃষ্ণা বাড়ে,
বিপদসীমার উপর।
সত্যি বলছি, দিবস নিশি,
তোমার ঘোরে থাকি,
কষ্টে ভাংগে বুকের পাজর,
কষ্ট কোথায় রাখি?
জুলাই ৭, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা