তুমি নির্জন নিশি,
আকাশ ভরা আঁধার,
প্রলম্বিত নিরবতা।
তুমি স্নিগ্ধ শান্তি,
ক্লান্ত দিনের শেষে,
মুছে দেয়া ব্যস্ততা।
তুমি, ঠিক যেন,
উজ্জ্বলতর লুব্ধক,
বিরাজিত নক্ষত্রমালা।
জীবন ফুরিয়ে যাবে,
তবু ফুরাবে কি বল,
অপেক্ষার পালা?
নক্ষত্র হয়েছে ক্ষয়,
কৃষ্ণ তারকার গহ্বর-
বুকের গহীনে।
ছায়াপথের প্রান্ত ধরে,
প্রেম নিয়ে ছুটি,
তোমার সন্ধানে।
চলে আসো তুমি,
সৃষ্টির আদি তারকার,
আলোকের মতো।
আকাশগঙ্গার পাড়ে
অপেক্ষায়, অযুত
আলোকবর্ষ হয়েছে গত।
নভেম্বর ১০, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা