অসীম মহাসাগরের ওপারে বসে,
কেউ একজন ভাবছে তোমাকে,
সারাদিনের কর্মব্যাস্ততার শেষে।
পুলকসঞ্চারি সেই ভাবনায়,
দূর হয় যাপিত জীবনের ক্লান্তি
দূরতম ভালোবাসার সম্ভাবনায়।
এ ছিল এক অপার্থিব উপহার,
চলার পথে হঠাৎ দেখা হওয়া
ভিন্ন জগতে বাস করা দুজনার।
এ ছিল সম্পূর্ণ এক ভিন্ন অনুভূতি,
কোনো ব্যক্ত প্রতিশ্রুতি নয়,
শুধু ছিল বন্ধুত্বের অপার শক্তি।
দিনগুলো তখন গড়িয়ে যেতো,
অনায়েসে, হাওয়া ভেসে ভেসে
চঞ্চলা পাহাড়ি ঝর্ণার মতো।
প্রগলভ প্রকাশ ছিলো না কোনো,
মার্জিত আবেগে চাপা উচ্ছ্বাসে
অন্তর্নিহিত এক ভালোবাসা যেনো।
এরই মাঝে জন্মানো ঘুণপোকা,
নাতিদীর্ঘ অবকাশের আড়ালে
খেয়ে নিলো বিশ্বাসের জায়গাটা।
তোমাকে আর পাইনি আগের মতো,
কি এক অভিমানে, না কি আক্রোশে,
প্রতিনিয়ত করেছো ক্ষত-বিক্ষত।
তবু অপেক্ষায় থাকি সীমাহীন আবেগে,
কখনো ভুল ভেংগে গেলে, যদি
চোখের ভাষায় কাছে ডাকো নিরবে।
তবু আমি নক্ষত্র গুনি সন্ধ্যার আকাশে,
দূর সাগর পাড়ে অনন্ত নির্জনে বসে,
আমাকে ভুল বুঝা কাউকে ভালোবেসে।