কারো সাথেই তো ভাগ হবে না তোর,
একার শুধু আমারই তুই হবি।
কানমলাটা খাবি ভীষণ করে,
অন্য কারোর কথা তুলিস যদি।

আমার সাথে থাকবি সারাবেলা,
ঘরে যতোই কাজের চাপে পড়িস।
তোর সাথে নয় দিয়ে দিব আড়ি,
ভুলেও যদি পালাই পালাই করিস।

বন্ধুদের আজ দিয়ে দে-না ছুটি,
থাকুক ওরা ওদের মতো করে।
তোর আর আমার গল্প হবে অনেক,
বসে কোথাও সবার অগোচরে।

হটাৎ চেয়ে ডাগর আঁখি তুলে,  
পরোক্ষণে-তে চোখ নামিয়ে নিস।
আজকে আমি তাকিয়ে রব স্থির,
একটি বারও পলক যদি ফেলিস!

আজকে আমি বকবকিয়ে যাব,
মন্দ ভালো যেমনই তোর লাগুক।
ইচ্ছে হলে বলতে পারিস কিছু,  
অভিমানের পাহাড় ভেংগে পড়ুক।

একটা ব্যাপার বুঝিসনা কেন তুই?
একটা ব্যাপার বুঝতে কেন দেরি?
ভালোবাসি অনেক বেশি তোকে,
তোকে নিয়ে তাইতো বাড়াবাড়ি।  

(ঢাকা- ১৭/১১/২০২২ )