হতাম যদি এক টুকরো ঝলমলে রোদ,
তোমার ঘরের কার্নিশে।
আড়মোড়া ভাংগা সকালে, হিম হিম
মাঘ কিংবা পৌষে।
তোমার ঘুম রাংগা চোখে লেগে থাকা,
নিশিথের লাজুক স্বপন।
আলো ছায়া কারুকাজ বিছানা বালিশে,
উষ্ণতায় স্নিগ্ধ অবগাহন।
মেলে দেয়া আয়ত নয়নে তোমার, প্রভাত
কিরনের স্বচ্ছ ঝিলিক।
শুধুই দেখে যাই অপরূপ সেই রূপ, আমি
অধিকারহীন এক প্রেমিক।

ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ভ্যাংকুউভার, কানাডা