হাত ধরে থাকো তার হাতে,
তবু জানি ভুলতে পারো না
আমার কথা কোনোমতে।

উচিত অনুচিতের দোলাচালে
নিরন্তর দ্বিধা জাগে প্রাণে,
সব সঁপো অদৃষ্ট কপালে।

অদৃশ্য তন্তুর কাল্পনিক বাঁধন
বুঝেছো এতোদিনে আজ,
বানায় না একান্ত আপন।

আমি থাকি তোমার আকাশে,
অমাবস্যার চাঁদের মতো
লুকানো, পৃথিবীর ও পাশে।

তবু ধরে থাকো তার হাতে
লৌকিকতার ভীষন ভয়ে,
প্রেম থাকে তলানীতে।

চেয়েই থাকো যদি আমার চোখে
ব্যাকুল আকাঙ্ক্ষা নিয়ে,
তবে কেন ধরে থাকো তার হাতে?

(ঢাকা - ১৪ মে, ২০২২)