তুমি আমার এক অন্তঃসলিলা নদী,
গভীরে বয়ে যাও নিরবধি।
তুমি আমার অবারিত প্রেরণার উৎস,
কখনো বাঁধা আসে যদি।
তুমি আমার অযুত স্বপ্নমাখা নিশি,
দিনের আলোতেও উজ্জ্বল।
তুমি আমার ব্যাথাতুর হৃদয়ের সারথী,
সব শেষের আশ্রয়স্থল।
তুমি আমার সাফল্যের নিশানা,
বৈরী সময়ের অবলম্বন,
তুমি আমার মৌনতায় মুখরতা,
দূরে থেকেও আপনজন।
তুমি আমায় স্পর্শ করো না, তবুও
অনুভব করি উষ্ণ ধমনিতে,
তোমার অকৃত্রিম মায়া মিশে থাকে
আমার রক্তের চোরা স্রোতে।