সুযোগ হলে আবার এসো,
রাগ অভিমান না হয় দূরেয় রেখো
সুরেলা তোমার মনে আছে?
কাক ডাকা রৌদ্রজ্জ্বল সে দিনের কথা!
যখন সবাই পাখার নিচে শুয়ে ছিলো
আর আমরা পুকুর পাড়ে পানি নিয়ে খেলছিলাম।
কত্ত কত্ত দুষ্টুমি ছিলো শেষেতো আমায় ভিজিয়ে ছাড়লে।
সুরেলা তুমি কি ভুলে গেছো
পাড়ার ঐ মাঠের কথা!
যেখানে তোমায় প্রথম দেখেছিলাম।
এরপর থেকেতো আমরা ঐখানেয় দেখা করতাম
কত বার যে রাগ করে আমার চুল টেনেছিলে
ব্যাথাও যে পায়নি তা না-তোমায় বলিনি।
তোমার রাগটা ছিলো অন্য রকম
এই ধরো - আমার "লম্বা চুলে" "নগ বড় হলে" "চিঠি না দিলে"।
এসবতো গেলো, শাস্তিও বা কি কম দিতে,
কখনো খামচি' কখনো চুল টানা' কিংবা কখনো কান টানা।
সুরেলা তোমার কি মনে আছে
সিফাত" রিদুয়ান" তাহেরার" কথা?
ওরা তোমাকে কত বিরক্ত করতো, আর তুমি সয়তে।
আমি জানি কেনো সয়তে, হয়তো আমার বন্ধু বলে।
কখনো তো সত্যি সত্যি বিরক্ত হয়ে যেতে,
দিন শেষে সব ঝাকুনি আমায় দিতে।
ওরা আসলে দুষ্টু ছিলো খুব দুষ্টু, আমার কথা বলে মজা নিতো।
সুরেলা তোমার কি মনে পড়ে!
ত্রি রাস্তার ঐ মুখটা?
কতবার যে স্কুল ফাঁকি দিয়ে ওখানে এসেছিলাম, শুধু তোমার জন্যে।
কতবার যে স্কুলে মাইর খেয়েছিলাম, শুধু তোমার জন্যে।
কতবার যে ধরা খেয়েছিলাম, শুধু তোমার জন্যে।।
কখনো বলা হয়নি, কখনো বুঝতেও চাইনি
কেনো এমন করতাম, কেনই বা তুমি করতে।
কখনো সাহস করে জানতে চাওনি,
এর কারণ কি কিংবা আমিও না।
তুমি কি অনেক বড় হয়ে গেছো?
দেখতে ইচ্ছে করে- খুব ইচ্ছে করে।
দিনগুলো ফিরবেনা হয়তো, সময়টাও না!
তুমি ফিরবেতো?!