আমি বড় হয়ে গেছি, অনেক বড়
আমি বুঝে গেছি - সুখ কিসে? কোথায় তার বিচরন
কোথায় তার আলো, ঝলঝলে সুখ টলমল করে!
কেমন তার চাওয়া, আদো আদো রং দেয়া
আমি বুঝে গেছি - সুখ কিসে!
আমি বড় হয়ে গেছি, অনেক বড়
আমি বুঝে গেছি - আনন্দ কি? কোথায় তার পথচলা
কোথায় তার ঢেউ তোলা, তরঙ্গ তলে ভেসে যাওয়া
কেমন তার স্বপ্ন দেখা - রঙ ছড়িয়ে গায়ে মাখা
আমি বুঝে গেছি আনন্দ কিসে!
আমি বড় হয়ে গেছি, অনেক বড়
আমি বুঝে গেছি - কান্না কি? কোথায় তার অগ্নি-উৎপাত
কোথায় তার কষ্ট, গা শিহরে জাগ্রত রক্ত
কেমন তার উদ্দীপনা, কেপে কেপে অশ্রু-ঝরা
আমি বুঝে গেছি - কান্না কি!
আমি বড় হয়ে গেছি, অনেক বড়
আমি বুঝে গেছি - আবেগ কি? কোথায় তার কল্পনা
কোথায় তার নিরবতা, শিরা ধমনীর উত্তেজনা
কেমন তার অনুভবে অনভূতির আগমনি বার্তা
আমি বুঝে গেছি - আবেগ কি!!!
আমি বড় হয়ে গেছি, অনেক বড়