.
আমি শব্দ চয়নে ভুল করি
মিলেনা কোন ছন্দ,
তবুও লিখে যায়
লিখায় আমার ধর্ম।
আমি বরাবরি নিজপ্রেমী
বাধা না মানি,
নিজ ত্যাগে নিজেকে গড়ি
হেরে যায় বরাবরি।
আলোর পথে ঠেলেছি নিজেকে
গিয়েছি অনেকবার,
লাভ হয়নি কখনো
পুড়েছি বারবার।।
.
আমি আকাশ পনে চেয়ে থাকি
দেখিনা তারায় তারায় খেলা,
অবুঝ বালকের অবুঝ দেখা
সূর্য মামা হেসে যায় সকালবেলা।
আমি বিশ্ব সংসার গোছাতে পারিনি
ভাবনায় গোলমাল,
পড়ে থাকে সব কাজ
সান্ত্বনায় আগামীকাল।
ব্যর্থ আমি ব্যর্থ হয়েছি
তবুও ব্যর্থ বলতে নারাজ,
সফলতার পেছন ছুটি
ফল দেবেতো সামনের কাজ !
.................
ক্যামাম্ ফাহিম