মার্চ আমার অস্তিত্বের আরেক স্মৃতিচারণ মাস
মার্চ আমায় দিয়েছে নির্ভয়ে আগাতে বারবার
মার্চ তুমি ধন্য ' মার্চ তুমি মুক্ত বাংলার পথেঘাটে
মার্চ তুমি কাঁন্না ' মার্চ তুমি সান্ত্বনা শক্তিতে সাহসে।
মার্চ তুমি বাংলার অহংকার ' সোহরাওয়ার্দী মাঠে কবির স্লোগান
সাতে মার্চ অজস্র বাঙালীর এক সুর ' এক কবির কন্ঠে 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম'
আকাশ-বাতাস স্থম্ভিত ' কোলাহলে ধ্বনিত "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
সাত কোটি জনতার অপরাজেয় মনোভাব ' জাগ্রত করেছে জয়ের সুবাস।
মার্চ তুমি বাংলার নির্মম অন্ধকার ' অজস্র বুলেটে তাজা তাজা প্রানের চিৎকার
পচিঁশ হয়েছে কলঙ্কিত ' এক বাহিনীর অত্যাচার ' তবুও শেষ হয়নি জয়ের নির্ঝাস
বাঙালী দমনের শুরু ছিল ' সত্তরের পাক বাহিনীর অপারেশন ব্লিটজ
শেষমেষ বাঙালীর ইতি টানতে ' পাক মিশন অপারেশন সার্চলাইট।
মার্চ তুমি বাঙালীর স্বাধীনতা ' শোষকের কানে ধ্বনিত করো ' বাঙালী জয়ের বার্তা
ছাব্বিশ দিয়েছে এক নায়েকের ঘোষনা "আজ থেকে বাঙালী স্বাধীন"
সেদিন থেকে নারী-বৃদ্ধ যুবক-যুবতি কন্ঠে কন্ঠে মুক্তির দাবী
মার্চ তুমি বাঙালীর স্মরনে মর্মে এক জয়ের কাহিনী।