পথ শিশুদের নিয়ে আমার
কোন লিখা নেই, কেনো নেই?
তাদের নিয়ে ভাবিনি কখনো
চিন্তা করিনি কেনো তারা এমন
করে! কেনো তারা রাস্তায় মানুষের
হাত ধরে, কেনো তারা কাপড় ধরে
টান দে, কেনো তারা এত বকা শোনে??
সত্যি আমি ভাবিনি, না আমি
একবারও বুঝতে চাইনি, তাদের
হাহাকার, তাদের অভাবের কোণে
লুকিয়ে থাকা এক ফোঁটা হাসি,
লোকের হাতে ধাক্কা খেয়ে উঠে বসা,
আমি একদমি বুঝতে চাইনি
তাদের, আমি বুঝতে চাইনি,
কেনো তারা খাবার কেড়ে নে,
কেনো তারা মানুষকে বিরক্ত
করে?
তাদের দেখলে কখনো দূরে
কখনোবা সরে যেতাম পর মুহূর্তে।
একবারও বলিনি, বাবু এই কাজ
করিসনা, চল-আমার সাথে ওই
হোটেলে, চল-তোর ইচ্ছা মতো
খাওয়ায়, চল-শপি মলে
একটা শার্ট কিনে দি,
না আমি বলিনি, তাদের লুকিয়ে
থাকা স্বপ্ন খুজিনি, না আমি কোন
ভাবে তাদের কথা ভাবিনি।
তাদের এসবের পেছনে কার দোষ?
আমার, আপনার নাকি অন্য কারোর?
হ্যা আমাদের সবার, আমরা দায়
এড়াতে পারিনা, আমরা পারিনা
তাদের ছুড়ে ফেলতে, আমরা
তাদের কি দিয়েছি, কি দিতে পেরেছি?
কিছুয় না, একদমি না, শুধু ঘৃনা আর
ঘৃণায় দিয়েছি।
ক্যামাম্ ফাহিম