আমার ভেতর বাহির দু'জানে
আমি কি? আমার আমি কি পারি!
আমার আমি ভালবাসতে জানি
আমার আমি স্বর্গ সুখ ভরিয়ে দিতে পারি
আমার আমি তোমার নরম দেহ শুকিয়ে নিতে পারি
আমার আমি শক্ত করে জরিয়ে নিতে পারি।
তোমার আমি আর কি বা পারি?
তুমি জানতে চাইবে হরেক রকম জানি!
তোমার আমি ভাবনা জুড়ে তোমার ছায়া আঁকি
তোমার বুকে কালবৈশাখী ঝড়-তুৃফান বয়ে দিতে পারি
তোমার আমি গা ভিজিয়ে আদর নিতে জানি।
তুমি ভাবছো, এই আর কি বা পারি?
ভাবধারার উপরে গেলে বুঝতে পারবে আর কি পারি
এই আমি উত্তেজনা পারদে পারদে ঘষিয়ে আনি
পলকে পলকে লজ্জা মাখা স্নিগ্ধ দেহে সুখ দেয় রাণী।
আমার আমি
বসন্তের কূহ কূহ ডাক অজস্রবার শুনাতে পারি
তোমার প্রাণে ছন্দ নিয়ে আঁকা বাঁকা নৃত্য করি
রূপালী মন ঘষে কল্পিত আশা জাগাতে জানি।
অবুঝ ভেবে দূরে যেয়োনা স্বপ্নপরী
এক এক করে ভরিয়ে দেবো তোমায় রাণী
জীবন জুড়ে রাঙিয়ে উঠুক প্রেম কাহিনী।।