টকটক টকটক নক কার
অনলাইনে সাউন্ড নাই
ক্লিক করে রেনডম
উত্তর দি ঝটপট।
হাই হ্যালো গেলো
গল্প গুজব শুরু
জগতের কাহিনী
আর নাই সমাপ্তি।
অহ নিশা বার্তা
অনলাইনে ঝাপ্টা
আনন্দ ভাগাভাগিতে
অসময়ে আড্ডা।
আড্ডাতে মশগুল
জ্ঞাত হলো সব
হর্ষ মনস্তাপ বিনিময়।
এক হালি হস্ত
বন্ধনে বন্ধুত্ব
আবেগ অনুভূতিতে যত্ন।
থাক থাক যা হলো
পরিচয় বেশ গেলো
এবার থাক সমাচার
এক দুই তিন চার।
জ্বী তার হালি টুল
মুখের গড়ন গোল
চাহনিতে ঝামেলা
টুলে টুলে পুরুষের হামলা
নিত্য গড়নে সুন্দরী তমা।
অপযশে অহ যাদের
পিছন পিছন হোক তাদের
মিষ্টান্নে মৌমাছির ভনভন
বসুধায় উষ্টায় যাবে অতল।
প্রকৃতির সাজুগুজু উপভোগ্য
বাকোয়াজ সম্পর্ক করো ছিন্ন।
ভিনদেশি বঙ্গ পরী
মোর শব্দচয়নে চোখে জল
নাহি চাই বারবার
চতুর্পাশ হৈহুল্লায় থাকো থাকো
হস্ত দুখানা বাড়িয়ে
হে প্রিয় নারী।
সম্পর্কে নাম নেই
আছে অজানা ভাষা
ঠিকঠিক সেকেন্ড পেরিয়ে
ঘন্টা চলে যায় অযথা
নিশ্চুপ চারিপাশ
মুটোফোনে হাসি-কান্না।
সৌরভে সুভাসিত যার তনু
আবৃত থাকা শ্রেয়
বাহিরের যত অবাঞ্ছিত
অশোভন শব্দ মিশ্রণ
পরে থাকুক দূরে
বহুদূর ত্রিসীমানা ছেড়ে।