শুভ শুভ শুভ দিন
আজ পরীর জন্মদিন
হৈহুল্লা চারিদিক
কোলাহল রাতদিন
বাজা তোরা গান বাদ্য
সারা বাংলায় কর নিত্য।
বাজি ফাটা মধ্য যশদায়
আলোর ঝলক এই তমসায়।
এই রজনী গুনগুন করে
স্বর সুরে নিত্য তালে
এই বাংলায় হৈচৈ
আজ আকাশের চাঁদ কয়?
হদিস পেলে ছাড় পাবেনা
তার ঠিকানায় চলরে তবে
খুশির জোয়ার চলবে চলবে
সারা শহর গুনগুনিয়ে।
কে আছিস কোন তালে
নিয়ে আয় কেক মোমবাতি
সাথে আনিস প্লাস্টিকের ছুরি
পরীর দিশা পেয়েই যাব
কেকটা আজ কেটেই যাব!
পুরোনো যত ঝংজার
ধ্বংস হোক এইবার
দিনে দিনে পাল্টে যাবে
দুঃখ ব্যাথা দূর হবে।
আজ তোমাতে বায়না হবে
পার্কে পার্কে ঘুরতে যাবে
না না পরী তা হবেনা
এই করোনায় একটুও না
বাসা থেকে বের হবেনা
মাস দুএক পার হয়ে যাক
সত্যি প্রিয় ধৈর্য্য ধর
নিয়ে যাব স্বপ্ন দেশে।
দেখবে দেখবে চারপাশ
তোমার নামে ধ্বনি
তোমার নামে গান বাদ্য।
আমার দিকে আর চেয়ো না
হাতটা ধরো ঘুরতে চাই!
এই লকডাউন খুব ভোগাবে
কখন তোমায় নিয়ে যাই?
হতাশ হবে, দুর ছাই
আজকে শুধু ঠোঁটের কোণায়
হেসে যাও।
চল অতীত ভুলে হারিয়ে যাই
দূর দিগন্তে ছুটে চলি
বন জঙ্গলে ভাবনা খুঁজি।
শুভ জন্মদিন প্রিয় রূপসী।