ভোরবেলাতে গোসল করার
একটু সুযোগ দাও
সবার আগে উঠবে তুমি
ডাকবে আমায় আস্তে করে
করব গোসল একা আমি
একটু সুযোগ দাও।
নাস্তার আগে সেরে নেব স্নান
না হয় লোকের কাছে ছি ছি খাব
পাপ পূণ্যের বিচার করা ভুলেয় যাব
তখন আমি তুমি দু'জন মিলে
হব অপমান।
রাতের আকাশ দেখবে না?
অত দূরে দাড়িয়ে কেনো!
কাছে এসে বসবে না?
ভাল আমি বাসব তোমায়
একটু সুযোগ দাও।
অমন করে কাঁদছো কেনো?
কাছে আসার লজ্জা কিসের
পাশে শোবার
একটু সুযোগ দাও।
রাতের আকাশ হরেক মায়া
আমি চাই অনেক ছায়া
জড়িয়ে ধরার
একটু সুযোগ দাও।
চুপটি করে পাশেয় থেকো
পাপের উপর পাপ হবে আজ
একট সুযোগ দাও।
একটু পরে ভোর হবে তো
সময় আর মানছে না তো
একটু সুযোগ দাও।
ভোরবেলাতে গোসল করার
একটু সুযোগ দাও।
ক্যামাম ফাহিম