দেশ নিয়ে প্রশ্ন!
অনেক বেড়াজালে আটকে আমরা
দেশ এখন পন্য।
দেশ কার?
আমার! আপনার! তো কার?
নাকি কারো পৈতৃকভূমি?
নাকি
আমি গনতন্ত্রের সরকার, দেশ খাবো এটা অধিকার?
চুষে নিবো সমগ্র আকার, দুঃখ কার? শোষিত বঞ্চিতার!
নেই বালায়ের ঔষুধ, আছে শুধু ঘুষ কোষ।
আমার কি! কার কি?
এইতো আছি দিব্যি ভালো,
পাঁচ বংসরে আর কি বা খাবো?
যাগ্যে যাক দিন যাক,
কয়েকটা সমাবেশে উন্নয়নের
প্রতিশ্রুতি থাক।
ঐ দেখ, দিন দুপুরে খুন!
ভোর আলোতেও খুন?
একজন বেশী না, সে আমার আত্মীয়তো না?
থাক, বেরিয়ে যায় এই ঝামেলা
থাক, সামনে না যায়
মনন চিন্তা এই হলে,
থাক, আর নাইবা বলি
এইতো আছি দিব্যি ভালো।