আমার ইচ্ছেরা আজ নৃত্য করে
আমার কথা আমায় বলে
স্বপ্নে সদা সত্য বলে
কথার কথা চাপিয়ে দে।
আমায় বর্ণ দিয়ে ভরিয়ে তুলে
বর্ণ চিহ্নের সাজ দিয়ে।
নতুন নতুন শব্দ আনে
শব্দে আমায় পথ দে।
আবার--
কথার মালায় বাক্য ছড়ায়
উল্টো পথে বিষণ শাসায়।
আমার ইচ্ছেরা আজ বাজী লড়ে
আমায় স্বপ্ন দেখায় গল্প নিয়ে
মিথ্যে আশা বাদ দিয়ে
বাস্তবতার সঙ্গী দে।
আমায় ছড়া দিয়ে হাসায়
লাইনে লাইনে মিল দেখায়।
কবিতা দিয়ে ভাবায়
ভিন্ন রকম চিত্র সাজায়।
অন্য সময়--
গল্প লিখার সাহস দে
মনন চিন্তার ঢেউ তুলে।।
________
ক্যামাম্ ফাহিম