চারিদিকে অন্ধকার নেই আলো
নেই চাঁদের ঝলসানো,
আমি জানালার পাশে
অসীম পথরেখায় দিগন্তে থাকিয়ে,
কে আছে কি দেখি!
ভাবধারায় বর্ণ শব্দ আর এলোমেলো বাক্য খুঁজি।
কারণ
তোমার তরে বর্ণ হয়, হয় শব্দ
জেগে উঠে নতুন নতুন বাক্য।
ছায়াভরা ধরনী কত রংগে কত ঢংগে
সাজিয়ে আছে নিশিতে।
রাত্রি তার আবেগ কষে কত কল্পনায় কত যত্নে
মাঝে তার স্মৃতি আনে অনুভূতির বিকাশে।
এলোমেলো মনে তোমায় চেয়ে
তোমায় পেয়ে রাত কাটে প্রেমো জ্বরে।