শুঁ শুঁ শব্দে বাতাস অবিরত
উড়ো-ঘোরো ধূলাবালি অশান্ত
নড়বড় বৃক্ষ ঢেউ খেলে বেসামাল
মনুষ্যলোকে ভীতি জাগে অন্তিমকাল।

সাদা কালো মেঘে ঢাকা পড়ে আকাশ
মেঘে মেঘে ঘর্ষণের সৃষ্টি হয় বজ্রপাত।
আগে
দ্রুতি বেশী হওয়ায় বিজলি আলো দর্শন
পরে
শোনা যায় বিকটাকার ভয়াভহ গর্জন।

কখনো দেখি অশান্ত চারপাশ,
কখনোবা
ফোটা ফোটা বৃষ্টির আভাস।
ঝিকিঝিকি ঝড়ো হাওয়া
বয়ে যায় সারাবেলা
টপ টপ বৃষ্টির আশঙ্কা
রয়ে যায় লোকমুখে একবেলা।

অবশেষে
ঝেকে ঝেকে এসে যায় ঝড় হাওয়া
নিতে চাই দিতে চাই মাথায় ছাতা।

চকচকে পথটা ঝিকঝিক করছে মসৃনতার চাদরে
দেখদেখ
ধূলা নেই বালি নেই থপথপা ভেজাতে
গাড়ি নেই মানুষ নেই একমোঠো বৃষ্টিতে।