কেন এসেছিস?
অমন প্রশ্নবোধক মুখের সামনে
ইচ্ছে হয়নি দাড়াতে আর একবার;
আর একটিবার ইচ্ছে হয়নি; বিভ্রান্ত করতে তোমাদের;
পারলাম না যেতে; মেকি, রঙ্গ তামাশায় ঘেরা
তোষামোদি ভোজশালায়;

বৃথাই খানিক চেষ্টা করেছি বদলাতে নিজেকে;
হয়তো কিছু বদলেছে উপরে
ভিতরে কিছুই নাহি বদলায়।

ইতর প্রাণি’র সমান হতে
ইচ্ছে হয়নি আর একটিবার;  
পারলাম না; র্নিলজ্জ, বেহায়ার মতো নির্বোধ হতে;
আর একবার পারলাম না হতে, মেরুদন্ডহীন;

আর একবার কষ্ট করে হাসি’র
সুযোগ দিলাম না তোমাদের;
পারলাম না যেতে সেই সভায়
যেখানে বাজলো, হাজারো হৃদয় ভাঙ্গা বীন।

KKB-22.08.2016