সকাল তোমার উজ্জ্বল হোক
নব উদ্যমী রবির কিরনে
প্রার্থনা আমার, তোমার জন্য হে বন্ধু;

উন্মুক্ত হোক মুদীয়মান নয়ন জোড়া তোমার
প্রকৃতির আহবানে;
সকালের শিহরণ জাগানীয়া সমীরনে
পুলোকিত হোক দেহ মন;
শিশির বিন্দুর ন্যায় সজীবতা
ছড়িয়ে পরুক প্রানে।

রৌদ্র-ছায়ার দুপুরখানি হোক কর্মব্যাস্ত
নিরবে উত্তেজনাময়
পরন্ত অলস দুপুর গড়িয়ে যাক তোমার
শ্যাম বিরহ চেতনায়।

বর্নীল রংয়ে রাঙিয়ে যাক বিদায়ী সূর্য
বলে যাক কানে কানে
পূর্নিমা চাঁদে তুমি দেখিও প্রানের মুখখানি
চোখ রেখে বাতায়নে।

স্বপ্নময় রঙ্গিন নিবিড় আলোয়
প্রশান্তির ঘুমে জড়ো হলো আঁখী
নিভৃতে নতুন প্রভাতের অপেক্ষার ক্ষন গুণি
প্রার্থনা আমার, তোমার জন্য হে বন্ধু;

প্রতিটি দিন হোক নিজের মতো আত্মিক
যেমন প্রত্যাশা তোমার
দিনের শেষে নিদ্রা দেশে যাত্রা হলো শুরু
তুমিই স্বপ্নের যাত্রী
তোমার জন্য হৃদমাঝারে অফুরন্ত শুভ কামনা
এবং শুভরাত্রি।

KKB-09.04.2016.