মানব জাতির বাহ্যিক রূপটাই সব নয়!
এটা বুঝতেই
জীবনের অনেকগুলো ঋতু চলে যায়।।

রূপ কথা -

রূপখানি কারো হইলে সাদা, ভিতর না জানি কেমন;
অন্তরখানা হইলে রঙ্গিন, বাহির হোক বা যেমন।

রূপের আলোয় মোহিত সবাই, গুনের কদর করে না
রূপ যে সবার ক্ষণস্থায়ী, রূপ ফুরালে খোজে না।

কর্ম দ্বারা জয় কর মন, কর্মে পরিচয় গুণীজন
কর্ম ফেলে ধাই পিছে তার, যিনি কর্মের মর্ম বোঝে না।

তাইতো পন্ডিত কয় সকলে;
জাতের মানুষ কালাও ভালো
নদী’র জল ঘোলাও ভালো;
রূপের চর্চায় ধ্যান না দিয়ে
গুনের ডালা ধর মেলে।

কর্মই জীবের বড় ধর্ম;
কর্ম করে যায় গুণীজন
কর্ম দিয়ে ভোলাওরে মন;
মানুষ চলে যায় সকলে
রয় যে ধরায় কর্মের মর্ম।


কেকেবি-২৪.০৩.২০১৬ / ১৯.০৫.২০১৭