যাহারে ভেবেছিলেম প্রাণের মানুষ
ভেবেছিলেম অভিন্ন এক আত্মার বন্ধন;
কত পথ কত প্রহর দিয়েছিনু পাড়ি
মগ্ন ছিলেম যাহার মাঝে, সকাল সাঁঝে
নিত্যদিনে যাহারে আমি করিতেম যতন।
কোন এক ক্ষণে আমার মননে
বহু দিন বহু বছর বাদে সেই মানব;
নাই জানা তার, না বুঝি অকারণে
এঁকে দিলো ক্ষত বিপরীতে এসে; ঠিক যেন
সোনালী ক্ষেত পিষিয়ে গেলো কোন এক দানব।
KKB-25.07.16