অনুভবিত হয়, জীবনখানা অতিব দামী কিছু;
কোনভাবে খাঁচাচ্যুত হলে
পুনরায় খাঁচাভুক্ত হওয়ার সুযোগ থাকে না, কোনভাবেই।

হতাশিত হয় মাঝে মাঝে; আশা ভঙ্গ হয় শত কাজে;
কাঙ্খিত গন্তব্যের নাগাল না পেলে উদ্যমহীন হয়ে যায়
তবুও বেঁচে থাকতে হয় এ ধরায়।

কোন কিছু পাওয়ার উল্লাসে মাতা হয় না রাত দিন, ক্ষতি কি!
আশাহত হয় মন, ক্ষতি নাই
চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও।

অগণিত, সবার্থ চাওয়া-পাওয়া দেখে-শুনে শান্তি মেলে অনেকখানি;
অশান্তিও নেহাত কম নয় বক্ষ মাঝে
ভীষণ রকম!

আশাহতের মাঝেও উল্লাসে ভাটা নেই
নব উদ্দ্যমে; নতুন করে উকি মারা সম্ভাবনার পিছু ধাওয়া করে
ছুটতে হয় গন্তব্যে; জীবনের।

KKB-08.06.2016.