(উৎসাহ মূলক গীতি কবিতা)

হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না
তোরা
হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না

বাংলার দামাল তোরা, করিস না কিছু ভয়
১৬ কোটি জনতা আজ, ভেঙ্গেছে নির্জনতা
এদিকে ওদিকে মার, ছিনিয়ে আনরে জয়!

স্কোরে করিস না ভয়, করিস না কিছু সংসয়
দৌড়ে দৌড়ে যা, তোরা দৌড়ে দৌড়ে ছোট
ঘুরিয়ে ফিরিয়ে মার, লুটিয়ে পড়বে জয়!

হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না
তোরা
হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না

তোমরা এগারো জন, পিছনে ১৬ কোটি মন
খেলে যা দৌড়ে যা, হারাবে কে আছে এমন
উড়িয়ে উড়িয়ে মার, তোরা যে অদমন!

ডানে বামেতে মার, তোরা উড়াল দৌড়ে ছোট
হাওয়ায় ভাসিয়ে মেরে, জয়টা কুড়িয়ে আন
যা হবার হবে তা, মোরা বেধেছি বঙ্গ জোট!

হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না
তোরা
হাল ছাড়িস না রে ভাই, হাল ছাড়িস না


KKB-10.03.2016