আমি ভালোবাসবো যত পারি
হবো না উন্মাদ আনাড়ী
রাঙিয়ে দিবো তোমার চলার পথে;
আমি দেখিবো না তুমি ভিন্ন
হারাবো না কোথা অন্য
চড়িবো না অধৈর্য্য নামক রথে।
আমি প্রতীক্ষা করবো যুগ যুগান্তর
বিমোহিত রবো সদা, হবে না কোন মতান্তর
প্রহর গুণি তোমার সংঙ্গে কথা বলার আশায়;
আমি বিরক্ত হবো না, বিমর্ষ হবো না কভু
শুনিবো তোমার হৃদয় বাণী
আশাহত করবো না, হারাবো না পথ কভু নিরাশায়।
আমি শ্রাবণ বিকেলে একা, তুমি হীনা বিবর্ণ দেখা
তোমার অপেক্ষায় বোসে আমি
আমায় যদি এখনও ভালোবাসো;
জগত আমার এলো-মেলো, এই বেলা ঢের হলো
এ জ্বালার হোক অবসান
নবনিতা, তুমি এবার ফিরে এসো।
KKB-18.05.2016