প্রত্যহ প্রাতে হয় যে স্মরণ
শত্রুগুলো করতে দমন
তোমাদের অনেক প্রিয়;
আস্তে আস্তে দাও হে ঘষা
একটু! আলতো করে চাপ দিও।
প্রথম যখন বাড়ীতে আসি
সাহেব থেকে কাজের মাসী
রাখো যে কত যতনে;
উতসুক থাকি কখন আবার
আনবে আমায় স্মরণে।
নতুন নতুন অনেক কদর
ঠোটের চুমোয় ভরিয়ে আদর
প্রয়োজনে আলাপে দু’টি বেলা;
কাজ ফুরোলেই পাজী সবাই
তোমরা করো যে অবহেলা।
একটু একটু হই পুরানো
বাড়ে তোমাদের জোর ঘুরানো
আবার সজোরে গলায় ঢোকাও;
সহ্য হয় না নির্মম যাতনা
যখন চিবিয়ে পশম ঝরাও।
পরিস্কার করি দূর্গন্ধ কাশি
প্রয়োজন সবার ৮ থেকে ৮০
দিওনা যাতনা এমনি;
তোমাদের মুখটি করি পরিস্কার
ইতি- তোমাদেরই দন্ত মাজনী।
Date: 08.05.2017