অশ্রুগুলো পথ হারিয়ে ঘাম হয়ে ঝরছে
ধরে রাখার শক্তি হারালো এবার
বিনা বাক্যে দাড়িয়ে দেখি নিভৃতে একাকী।

ব্যাথাগুলো প্রকাশ পেতে হারালো তার ভঙ্গি
কেদে কেটে চিতকার করে বলতে হয় না কিছু
আবেগী ভাষা ছেড়ে প্রশ্নকে নিলো বেছে।

প্রতিবাদগুলো হারায়নি তার অর্থবহ ডাক
হারিয়েছে কিছু প্রতিবাদী শর্ত
চমকানোটাও রিতিমতো প্রতিবাদী ভাষা।

ভাবনাগুলো হারায়নি তার বোধ
পরিবর্তনের হাওয়ায় হারিয়েছে দৃষ্টি-শক্তি  
ঘিঞ্চি ঘিঞ্চি দালানের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে
ঘুড়ে বেড়ায় শহরের এলো মেলো পথ।

কেকেবি-২৩.০৪.২০১৬