শুনি যখন পৃথিবীতে “পা” রাখা নবজাতকের আত্ম-চিৎকার
আমি এসেছি, আমি এসেছি রব;
নজরে আসে যখন কোমল শিশুর দন্তহীন হৃদয় ভোলানো হাসি
নব চেতনা জাগে মনে; বেঁচে থাকার আকুলতা জাগে প্রানে।
কাক ডাকা প্রভাতে, উদরের তাগিদে
ত্রি-চক্র যানের টুং-টাং শ্রুতিমধুর শব্দে মুখরিত জনপথ;
দেখি যখন ভয়ঙ্কর বৈদ্যুতিক তারেও ঝুল ঝুল বৃষ্টিস্নাত মুক্তো দানা
উদ্যমতা আসে মনে; বেঁচে থাকার আকুলতা জাগে প্রানে।
পবিত্র রমজানে, সমস্বরে উচ্চারিত আযানের ধ্বনি
প্রার্থনায় আপামর জনতা, লু-হাওয়া বয়ে যায়;
ব্যস্ততার অবসান, রাজপথ ফাকা হয় ইফতার অহবানে
অপার উৎসাহ জাগে মনে; বেঁচে থাকার আকুলতা জাগে প্রানে।
হকারের ছুড়ে দেয়া খবরে, দেখি যখন বিশ্বজয়ী নবীনের ঘরে ফেরা
শুনি যখন বিশ্ব শত্রু’র মিলন, বঞ্চিতরা উতসবে উল্লাসে উন্মাতাল
ঘুড়ে বেড়ানো ভাবনাগুলো জড়ো হয় চেতনায়
সৃষ্টি’র আনন্দ জাগে মনে; বেঁচে থাকার আকুলতা জাগে প্রানে।
শরতের শুভ্র সকালে, ঢাকের মন মাতানো শব্দ যখন আসে কানে
রক্তকণিকা ফিরে পায় প্রান, উত্তপ্ত হয় অন্তরে-বাহিরে
প্রেমানুরক্ত খন্ডিত মেঘগুলো জড়ো হয়ে ভেসে বেড়ায় মনের আকাশ জুড়ে;
ভালোবাসার আবেশ জাগে মনে; বেঁচে থাকার আকুলতা জাগে প্রানে।
ডানা মেলা পাখীর মতো অসীম হতে ইচ্ছে হয়
যখন দেখি কোন এক নবনিতার
নীলান্ধকার নয়নজুড়ে বিশ্বরূপ ভেসে বেড়ায়
বসন্তকাল আসে মনে; অনন্তকাল বাঁচার ইচ্ছা জাগে প্রানে।
KKB-11.06.2016