(কীর্তিমান মানুষের মনের গুপ্ত বাসনাই রূপ পেয়েছে এই ছোট কবিতায়। একান্ত ব্যক্তিগত নয়)
অমর হয়ে থাকবো আমি; এই পৃথিবী মাঝে
সবাই আমায় করবে স্মরণ
পড়বে বইতে লিখবে খাতায়
মূর্তি করে রাখবে মাথায়
আমার কর্ম লাগবে সবার; সকল রকম কাজে।
KKB-18.05.2017