ভ্যালেন্টাইন ডের সমার্থক সরস্বতী পূজো



ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো প্রায় সমার্থক কথা
আজ প্রেম হোক ভীষণ রঙিন, হলদে শাড়ি হলদে পাঞ্জাবীতে দুজনার মন ভরে উঠুক হলুদের সমারোহে ।
বসন্তের সবকটা দিন আর সরস্বতী পুজো প্রায় একরকম, আজ ভালোবেসে অঞ্জলির ফুল কেউ
কারোর চুলের খোঁপায় গুঁজে দেবে খুব সন্তর্পনে  ।
সরস্বতী পুজো আর অপেক্ষার প্রহর প্রায় একই
অপেক্ষায় বারো মাস কাটে শুধু আজকের জন্য কত না বলা কথা আজ বলা হয় খুব নির্জনে ।

বারাসাত ,উত্তর ২৪ পরগনা ,
২ ফেব্রুয়ারি ,২০২৫