তুমি ভালবাসলে


তুমি ভালবাসলে আর বসন্তের প্রয়োজন পড়বে না
বেরঙিন জীবনটা রঙিন হবে বারোমাস,
চোদ্দই ফেব্রুয়ারি গোলাপের মৃত্যু হবে না ।
তুমি ভালবাসলে আর কবিতা লিখব না
পদ্য ময় পৃথিবী গদ্যে পরিণত হবে,
একুশে মার্চ ডায়েরির শেষ পাতা আধখণ্ড হবে না।
তুমি ভালবাসলে বসবাস করবে আমার হৃদয়ের বাম অলিন্দ, শাসন করবে ইতিহাসের মৌর্য সাম্রাজ্যের মতো প্রতক্ষ ভাবে, শুধু তুমি ভালবাসলে।

বারাসাত , উত্তর ২৪ পরগনা
১ লা ফেব্রুয়ারি ২০২৫