অব্যর্থ প্রেম


সব প্রেমের গল্প এক নয়
প্রেম মানেই যে বিচ্ছেদ অবগুণ্ঠনের বিরহ তাও না
এই যে আমাদের একে অপরের প্রতি প্রেম
হলুদ বিকেলে মনে হয় কয়েকটা শতাব্দী যেন আমরা অতিক্রম করে এসে ভালোবেসেছি ।
সব প্রেমের এক উদাহরণ হয় না
প্রেম মানেই যে হৃদয়ের গহীনে অদৃশ্য যন্ত্রণা তাও না , এই যে আমি আর আমার সেই মানুষটা ব্যতিক্রম,
ভালোবাসা প্রেম এসব  আমাদের চৌম্বক আর লোহার মতো আকর্ষণ করে পরস্পরের সম্মুখে।

বারাসাত উত্তর ২৪ পরগনা
৩০শে জানুয়ারি ২০২৫