ভালোবাসবো


প্রতিটা দিন ,প্রতিটা সময় ,প্রতিটা মুহূর্ত
মনের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল জুড়ে যতটা
প্রেম আছে সবটুকু দিয়েই তোমাকে ভালবাসবো।
বাংলা ভাষার অভিধানে প্রেমের প্রতিটা সমার্থক
শব্দে মনের মাধুরী মিশিয়ে ,শুধুমাত্র তোমাকেই
ভালবাসবো আমার সমস্ত সত্তা দিয়ে।
হৃদয়ের বাম অলিন্দে অগণিত প্রেম সঞ্চয়
করে রেখেছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত বসন্তে শুধুমাত্র তোমাকেই ভালবাসবো বলে।

বারাসাত উত্তর চব্বিশ পরগনা
২২শে জানুয়ারি, ২০২৫